Rakhi Sawant hospitalized drama controversy - khobortobor.com
,

ড্রামাকুইন রাখি সাওয়ান্ত নাকি গুরুতর অসুস্থ খবরটি সঠিক নাকি অন্যসময়ের মতই এটাও তার আরেকটি ড্রামা ? আসুন জেনে নেওয়া যাক সত্যিটা কি ।

বলিউডের ড্রামাকুইন বলতে আমরা যাকে বুঝি সে নিঃসন্দেহে রাখি সাওয়ান্ত। লাইম লাইটে আসার জন্য তার নাটক একের পর এক চলতেই থাকে। আর মিডিয়া সব সময়ই তার কর্মকান্ড কভার করে নেটিজেনদের মধ্য ছড়িয়ে দেয়। কিন্তু এবারে বিষয়টি একটু সিরিয়াস।

এবারে তাকে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে। সে অসুস্থ। কিন্তু এই নিয়েও শুরু হয়েছে বিতর্ক। সে কি আদৌ অসুস্থ সেই নিয়ে এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। তবে তার শুভাকাঙ্খীরা তার অসুস্থতা নিয়ে বেশ চিন্তায় আছে।

আসলে বিষয়টা হয়েছে এমন, বুধবার রাতে রাখি সাওয়ান্ত এর কিছু ছবি ইন্টারনেটে ছাড়া হয়। সেখানে তাকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে বেডে। তার প্রাক্তন স্বামী রিতেশ কুমার তার পাশে রয়েছেন।

তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, “হাসপাতালে তোলা যেসব ছবি ইন্টারনেটে ছড়িয়েছে, অনেকে এটিকে ‘নাটক’ বলছেন। কিন্তু এটি নাটক নয়। রাখি কোনো মজা করছে না। আসলে রাখাল ও বাঘের গল্পের মতো হয়েছে। সত্যিকার অর্থে, রাখির অবস্থা গুরুতর। তারপরও কিছু মানুষ বলছেন, বিতর্ক তৈরি করার জন্য এসব করছেন রাখি। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।”

[আরো পড়ুন:👉টলিপাড়ায় বিয়ের আবহ মিটতে না মিটতেই আরেক অভিনেত্রী তন্বী লাহা রয় এর জীবনে নেমে এসেছে শোকের ছায়া । সদ্য মাতৃ হারা হলেন এই অভিনেত্রী । ঠিক কি হয়েছে আসুন জেনে নিই ।]

তিনি এও জানান রাখির অবস্থা সত্যিই গুরুতর। মঙ্গলবার রাত থেকে তাঁর বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। রাখি নিজেই জানিয়েছে যে, ‘তাঁর বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এমনকী হাত তুলতেও পারছিল না। পেটেও ব্যথা হচ্ছে।’ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, রাখির জরায়ুতে টিউমার ধরা পড়েছে। তাঁরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

ডাক্তারেরা গেস করছেন হয়তো ক্যানসারে আক্রান্ত হয়েছেন রাখি। তবে ক্যানসারের বিষয়টি নিশ্চিত হতে আরো কিছু পরীক্ষা করানো হয়েছে।আপাতত সেসব রিপোর্ট না এলে কিছুই বলা যাচ্ছে না।

[আরো পড়ুন:👉কেরালায় ঢুকে পরছে বর্ষা । পিছু পিছু বাংলাতেও । আসুন জেনে নেওয়া যাক কবে থেকে বর্ষা শুরু ?]

আবার অন্যদিকে, সম্প্রতি যার সাথে রাখির বিবাহ ও বিবাহ বিচ্ছেদ দুটিই হয় তার প্রাক্তন স্বামী আদিল তার বক্তব্য আবার অন্যরকম। তিনি জানান তার দায়ের করা মামলায় রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আর সেই কারণেই নাকি ড্রামা কুইন নাটক জুড়েছে। তার দাবি মামলা দায়ের করার সময় দুবাইয়ে ছিলেন রাখি। কয়েক দিন আগে ভারতে ফিরেছেন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন কি করে অভিনেত্রী।

[আরো পড়ুন:👉দুই বউয়ের স্বামী এক, কিভাবে কাটছে সংসার ?]

বিষয়টা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে রাখির অসুস্থতায় সিলমোহর দিয়েছেন তার এক স্বামী রীতেশ তো অন্যদিকে রাখির আরেক প্রাক্তন স্বামী আদিলের দাবি, গ্রেফতারি এড়াতেই এই নাটক জুড়েছেন রাখি। তাই বিষয় যাই হোক আপাতত অভিনেত্রীর শরীর নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরা। শেষ অব্দি দেখাই যাক সত্যিটা কিভাবে সামনে আসে।

Insta profile of Rakhi Swant👉 https://www.instagram.com/rakhisawant2511/
Twitter profile of Rakhi Swant👉 https://twitter.com/SAW_Rakhi1

2 responses to “ড্রামাকুইন রাখি সাওয়ান্ত নাকি গুরুতর অসুস্থ খবরটি সঠিক নাকি অন্যসময়ের মতই এটাও তার আরেকটি ড্রামা ? আসুন জেনে নেওয়া যাক সত্যিটা কি ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts