A man and woman in traditional attire smiling for a photo.

টলি অভিনেতা রনজয় বিষ্ণুর জীবনে প্রেমিকার অভাব কখনও হয়না। শোনা যাচ্ছে মিশমিকে ছেড়ে ‘গুড্ডি’ ওরফে শ্যামৌপ্তি মুদলির সাথে প্রেম করছেন তিনি। কথাটি কি সত্যি আসুন নিজেরাই জেনে নিই।

লিপাড়ায় বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের নিয়ে রোজ নানা চর্চা হয়। আর তাদের মধ্যে অন্যতম হলেন রনজয় বিষ্ণু। এই হ্যান্ডসাম অভিনেতা পাশাপাশি একজন দক্ষ মডেলও। আর এনার ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই নানা গসিপ হতে দেখা যায়। তার একাধিক প্রেম অবশ্যই মূল টপিক হয়ে দাঁড়ায়।

কিছুদিন আগেও অভিনেত্রী সোহিনী সরকারের সাথে তার প্রেমের গুঞ্জন সকলেই শুনেছিল, বিভিন্ন জায়গায় তাদের একসাথে দেখাও যেত। এমনকি এও শোনা যাচ্ছিল যে তারা হয়তো লিভ ইন করছেন। তবে সেসব এখন অতীত। সম্প্রতি জানা যাচ্ছে সোহিনী সরকারের এখন মন মজেছে গায়ক শোভনের সাথে। তাদের বিষয়ে একটু খোঁজ রাখলেই জানা যায় তারা খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন।

আর এরই মাঝে রনোজয় বিষ্ণুর জীবনেও সঙ্গীর কমতি নেই। কিছুদিন আগে শোনা যাচ্ছিল সিরিয়ালেরই আরেক অভিনেত্রী মিশমিকে নাকি তিনি ডেট করছেন, সেই নিয়ে সবে জল ঘোলা হচ্ছিল আর তার মধ্যেই রণজয় এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বলছে অন্য কথা। তার বেশ জনপ্রিয় হওয়া ‘ গুড্ডি ‘ সিরিয়ালের কথা আমরা সকলেই জানি। আর সেই সিরিয়ালের গুড্ডি ওরফে শ্যামৌপ্তির সাথে লাদাখে একাধিক ছবি পোস্ট করতে দেখা যায়।

ছবিটিতে দেখা গেছে পাহাড়ের উপত্যকায় রণজয়ের বাহুডোরে আবদ্ধ আছেন শ্যামৌপ্তি। আবার কখনও দেখা যাচ্ছে একে অপরের চোখে ডুব দিয়েছেন তারা। অভিনেত্রীর পরনে আকাশি রঙের পোশাক আর রণজয় পরেছেন বেইজ রঙের পোশাক এবং সঙ্গে নজর কেড়েছে তাঁর গলার হার। ক্যাপশনে লিখেছেন “শীঘ্রই আসছে”।

যদিও জানা যাচ্ছে প্রেম করতে নয়, বরং একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গেছেন দুজনে। সায়ন রায়ের পরিচালনায় আসছে এই মিউজিক ভিডিয়োটি। জানা গিয়েছে বুধাদিত্য মুখোপাধ্যায় এই গানটি লিখেছেন। তবে শ্যামৌপ্তি আর রণজয়কে একসঙ্গে দেখে যে প্রেমের কাহিনী উস্কে দিয়েছেন সকলে। সেকথা বলাই বাহুল্য।

প্রসঙ্গত উল্লেখ্য, গুড্ডি সিরিয়ালের গুড্ডির সঙ্গে তার অর্থাৎ রনজয়ের এই স্যারজি বলে ডাকার রসায়নটা দর্শকদের মাঝেই ব্যাপকভাবে সাড়া ফেলেছেন সেইসময়। যেই কারণে লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকটিতে গুড্ডি এবং অনুজের পরবর্তী জেনারেশনেও অভিনয় করেছিলেন রণজয় ও শ্যামৌপ্তি।

শুধু তাই নয় হিন্দি সিরিয়াল ঝানাকেও একসঙ্গে স্বামী স্ত্রীর চরিত্রে শ্যামৌপ্তি আর রণজয়কে দেখেছে দর্শকরা। যদিও সেটা ছিল ক্যামিও চরিত্র। তবে সেখানেই তাদের রসায়ন দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল দর্শকদের। তবে ধারাবাহিক শেষ হয়ে গেলেও রণজয় আর শ্যামৌপ্তির সম্পর্ক নিয়ে গুঞ্জন শেষ হয়নি টলিপাড়ায়। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় একে অপরকে মন দিয়েছিলেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। যদিও তাদের মধ্যে কেউই এই সম্পর্কের কোনো শিলমোহর দেন নি।

[আরো পড়ুন:👉 বর্তমানে মহিলাদের মধ্যে বেশি একটা প্রাণঘাতী রোগ মাথা চাড়া দিয়ে উঠছে, আপনিও আক্রান্ত নন তো? জেনে নিন কি কি উপসর্গ রয়েছে এই রোগের আর কিভাবেই বা মুক্তি পাবেন এর থেকে।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts