Daughter of subhashree _ khobortobor.com
,

মা শুভশ্রী কি অবশেষে প্রকাশ্যে আনলেন মেয়ে ইয়ালিনীর মুখ ? আসুন দেখে নেওয়া যাক।

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি। বরাবরই তার লুক তার ফ্যাশন সেন্স নজর কাড়ে দর্শকদের। তবে তার আরেকটা দিক সম্প্রতি খুব বেশি হাইলাইটেড হয়েছে যে, তিনি শুধু একজন সফল অভিনেত্রীই নন পাশাপাশি তিনি একজন সুযোগ্য স্ত্রী ও দায়িত্বশীলা মা ও।

তার প্রতিটা ছবি যেমন পর্দায় হিট করে সেরকম তিনি তার সংসারেও হিট ম্যাম্মা। শুভশ্রীর প্রথম সন্তান তার ছেলে ইউভান তাঁকে আমরা এখন প্রায়ই বিভিন্ন রিলে দেখতে পাই। কখনও মা বাবার সাথে খেলছে তো কখনও আবার ধর্মীয় শ্লোক আউড়াচ্ছে। তার মা বাবা যে তাকে সব দিক থেকেই যথেষ্ঠ পরিপূর্ণ করতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। গত ৩০ শে নভেম্বর তার কোল আলো করে এসেছে ফুটফুটে একটি মিষ্টি মেয়ে। নাম ইয়ালিনি। সকল ভক্তদের সাথে সেই খবর রাজ চক্রবর্তী ও শুভশ্রী ভাগ করে নিলেও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তারা।

[আরো পড়ুন:👉ড্রামাকুইন রাখি সাওয়ান্ত নাকি গুরুতর অসুস্থ খবরটি সঠিক নাকি অন্যসময়ের মতই এটাও তার আরেকটি ড্রামা ? আসুন জেনে নেওয়া যাক সত্যিটা কি ।]

এখনো সেভাবে কেউই দেখেনি ইয়ালিনীকে। তবে সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে বাবা রাজ চক্রবর্তীর কোলে বসে ছোট্ট ইয়ালিনি। দাদা ইউভানের সঙ্গে ব্যস্ত খেলতে। আবার সেই একরত্তির মাথার চুল বাঁধা তাতে একটি বা দু’টি নয় একরত্তির মাথায় চার-চারটি ঝুঁটি বাঁধা রয়েছে। তার মুখ দেখতে না পাওয়া গেলেও এই কাণ্ড দেখে অনুরাগীরা খুশি হয়েছেন। ফ্যান থেকে সেলেব অনেকেই জানিয়েছেন ভালোবাসা এই একরত্তি ইয়ালিনীকে।

To view Subhasree Ganguly’s original Instagram profile, click here: https://www.instagram.com/subhashreeganguly_real/

[আরো পড়ুন:👉টলিপাড়ায় বিয়ের আবহ মিটতে না মিটতেই আরেক অভিনেত্রী তন্বী লাহা রয় এর জীবনে নেমে এসেছে শোকের ছায়া । সদ্য মাতৃ হারা হলেন এই অভিনেত্রী । ঠিক কি হয়েছে আসুন জেনে নিই ।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts