বাংলা সঙ্গীত জগতের শ্রেয়া ঘোষালের পর যদি কারো নাম বলতে হয় তো সেই বাংলার মেয়েটি হলেন অন্বেষা। তার গলা শুনে অনেকেই বলেন যেনো শ্রেয়া ঘোষাল গাইছে। তার অসম্ভব সুন্দর সরু গানের গলা মুগ্ধ করে আট থেকে আশি সকলকে।
ছোট বেলা থেকে শাস্ত্রীয় সংগীত নিয়ে চর্চা। বাংলা সারেগামাপা থেকে হিন্দি নানা রিয়ালিটি শোতে তাকে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা। এছাড়াও তার নানারকম মিউজিকাল ভিডিও প্রায়ই বেরোতে দেখা যায় যেখানে তার গান আমাদের প্রতি নিয়ত মুগ্ধ করে চলেছে।
চলতি বছরে ডোভার লেন মিউজিক কনফারেন্সে গান গেয়ে মুগ্ধ করেছেন সকলকে। সেই অণ্বেষা এবার বড় পর্দায়। তাও আবার টলিউডে না, সোজা বলিউডে। আর গায়িকা হিসেবে তো তিনি জনপ্রিয় ছিলেন ই পাশাপাশি তার মুকুটে নয়া পালক জুড়লো অভিনেত্রী হিসেবেও।
শোনা যাচ্ছে এবার বলিউডের একটি মিউজিক্যাল ছবির নায়িকা হচ্ছেন তিনি। মূলত এই মিউজিক্যাল ছবিটি বন্ধুত্ব ,সম্পরকের টানা পোড়েন , গান এই সব নিয়েই। আর এই অভিনয়ের জন্য নিয়মিত ফিট থাকতে হচ্ছে, ওয়র্ক আউট করতে হচ্ছে অণ্বেষাকে। বেশ কিছুটা ওজন কমাতে হয়েছে, আলাদা করে ক্যামেরায় রোগা দেখানোর জন্য।
জানা যাচ্ছে এটি সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি। যদিও নাম এখনই জানাননি অণ্বেষা। তবে গায়িকা হিসেবে তিনি অসাধারণ হলেও এবার নায়িকা হিসেবে তাকে আমরা কেমন দেখব সেটাই দেখার ।
Leave a Reply