Let's take a look at the reception of actors Adrit and Kaushambi of Mithai fame
,

মিঠাই খ্যাত অভিনেতা আদৃত ও কৌশাম্বীর রিসেপশন কেমন ছিল আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক

ইতিমধ্যে টলিপাড়ায় কান রাখা মানে শুধুই বিয়ের খবর। সকলের প্রিয় মিঠাই খ্যাত উচ্চেবাবু ওরফে আদৃত রয় ও কৌশম্বি চক্রবর্তী গত বৃস্পতিবারই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

পুরোপুরি বাঙালিয়ানার সাজে তাদের দেখেছি আমরা সকলেই সমাজ মাধ্যমে। ভুরিভোজের আয়োজন ছিল বাঙালি সকল পদ। বিয়ে তো হলো কিন্তু রিসেপশন পার্টি সেটা হলো কেমন আসুন একটু জেনে নেওয়া যাক।

বিয়ের মতো আদৃত ও কৌশম্বীর রিসেপশনেও হাজির ছিল মিঠাই ধারাবাহিকের গোটা পরিবার। বেশিরভাগ মানুষকেই বিয়ের দিন ও রিসেপশনের দিন দুদিনই দেখতে পাওয়া গিয়েছে।

Let's take a look at the reception of actors Adrit and Kaushambi of Mithai fame

বিয়ের দিন সাবেকি সাজ সাজলেও রিসেপশনে এই নব দম্পতি একটু অন্য লুকেই ধরা দিলেন। এই নতুন জুটির রিসেপশনে ছিল সাদা রঙের এম্বেলিশড লেহঙ্গা যা পড়ে সকলকে তাক লাগালেন নববধূ কৌশাম্বি। তবে বর মশাইও পিছিয়ে নেই তার নব বধূর সাথে ম্যাচিং করে আদৃতের পরনেও ছিল সাদা শেরওয়ানি। দুজনকে একেবারে অন্য রকম দেখতে লাগছিল।

Let's take a look at the reception of actors Adrit and Kaushambi of Mithai fame

সকল কাছের মানুষকে সাথে নিয়ে এই বিশেষ দিনটি তারা খুব আনন্দে কাটিয়েছেন বলেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এই দিন একটা বড় কেক কাটতেও দেখা যায় তাদের। তাদের নিজেদের আনন্দ ছিল দেখার মত যা দেখে উচ্ছসিত তাদের সমস্ত কাছের মানুষ ও গোটা নেটমহল।

One response to “মিঠাই খ্যাত অভিনেতা আদৃত ও কৌশাম্বীর রিসেপশন কেমন ছিল আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts