Is David Warner going to be a resident of India? Aadhaar card made?
,

ভারতের বাসিন্দা হতে চলেছেন কি ডেভিড ওয়ার্ণার ? বানিয়ে ফেলেছেন আধার কার্ড ?

 

দিল্লি ক্যাপিটালসের বর্তমান সদস্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার একটি বিস্ময়কর মন্তব্য প্রকাশ করে বসলেন। তিনি জানালেন তার নাকি এদেশীয় আধার কার্ড তৈরি হয়ে গেছে। অপেক্ষা শুধু ভোটার কার্ড পাওয়ার।

আমরা জানি ওয়ার্নার ভারতকে দীর্ঘদিন ধরেই ভালোবেসে আসছেন। বিভিন্ন সময়ে তার বলা কথা, তার করা আচরণ সমস্ত কিছুই ভারতের প্রতি তার ঐকান্তিক ভালোবাসার পরিচয়ক। তাকে অনেক হিন্দি গানের সঙ্গে ‘রিল’ পোস্ট করতেও দেখা গেছে ইনস্টাগ্রামে।

সেই ডেভিড ওয়ার্নার এবার জানালেন তিনি ভারতের আধার কার্ড পেয়ে গিয়েছেন এবার শুধু ভোটার কার্ডটা পাওয়ার। আর-সি-বি-র বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে দিল্লি। তার আগে সমাজ মাধ্যমকে একটা ভিডিও পোস্ট করেছেন তারা। সেই ভিডিও পোস্টটিতে দেখা যাচ্ছে এক নিজের টিম মেম্বারের সঙ্গে কথা বলতে। ওয়ার্নার সেখানে বলছেন তিনি আধার কার্ড পেয়ে গিয়েছেন। এবার ভোটার কার্ড পেতে চাইছেন। তার সেই টিম মেম্বার সেই কথা বিশ্বাসই করতে পারছিলেন না।

এমন সময় তার ও সেই টিম মেম্বারের ফোন ছিনিয়ে নেন পিছনে লুকিয়ে থাকা দলের আরেক সদস্য। ফোন নিয়ে তিনি অন্য জায়গায় লুকিয়ে পড়েন। তাকে খুঁজে পেতে অন্য পথ বেছে নেয় ওযার্নার। হঠাতই গেয়ে ওঠেন একটি জনপ্রিয় পাঞ্জাবি গান আর ঠিক সেই সময়ই সেই গানের সঙ্গে গলা মেলাতে গিয়ে লুকিয়ে থাকা সেই সদস্য গেয়ে ওঠেন সেই একই গান। এবং এভাবেই ধরা পড়ে যান ওয়ার্নার এর কাছে সেই সদস্য। এই পুরো ভিডিও এবং সংলাপ করা হয়েছে নিছক মজার ছলেই।

One response to “ভারতের বাসিন্দা হতে চলেছেন কি ডেভিড ওয়ার্ণার ? বানিয়ে ফেলেছেন আধার কার্ড ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts