The long wait is over! Finally, the auspicious marriage of Mithai Haan To Uchche Babu aka Adrit Kaushambi is complete. Let's take a look at who attended the wedding and what was on the menu

দীর্ঘ প্রতীক্ষার অবসান! শেষমেষ সুসম্পন্ন হল মিঠাই খ্যাত উচ্ছে বাবু ওরফে অদ্রিত কৌশম্বির শুভ বিবাহ। আসুন দেখে নেওয়া যাক এক নজরে কে কে উপস্থিত ছিলেন এই বিয়েতে আর মেনুতেই বা কি ছিল

বিনোদনের খবর খুললেই সবার আগে যে খবরটি নজরে আসছে তা হলো জি বাংলার বিখ্যাত সিরিয়াল ‘ মিঠাই ‘ ধারাবাহিকের হিরো আদৃত ওরফে উচ্ছে বাবুর বিয়ের খবর।

এই মিঠাই ধারাবাহিক চলাকালীনই এই সিরিয়ালের দিদিয়া চরিত্র টি করেছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। আর এই দুজনার প্রেম এই মিঠাইয়ের সেট থেকেই শুরু হয়েছিল বলে জানা যায়। এই আদৃত – কৌশাম্বি কে নিয়ে বহু চর্চা হয়েছে অনেকেই আদৃতের পাশে ওই সিরিয়ালের নায়িকা মিঠাই ওরফে সৌমিত্রিশা কেই দেখতে চেয়েছিলেন কিন্তু মন দেওয়া নেওয়া তো সকলের সাথে হয়না, তাই শেষ অব্দি আদৃত – কৌশাম্বির প্রেম বিয়ে অব্দি পৌঁছেই গেলো। গত বৃহস্পতিবার ৯ই মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই মিষ্টি জুটি। খুব ধুম ধাম করে কাছের মানুষ গুলিকে নিয়ে বিয়ে করেন তারা। এইদিন তাদের মুখে সকল সময় মিষ্টি লাজুক হাসি প্রত্যক্ষ করেছে। এই নবদম্পতি সেজে উঠেছিলেন তাদের বিয়ের দিন সম্পূর্ণ বাঙালি মতে। একটা লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠেছিলেন কৌশাম্বি সাথে মানানসই গয়না। অন্যদিকে বর মশাই ও কম যান না, তসরের পাঞ্জাবি, ধুতি আর টোপরে আদৃতকেও দেখে সকলে মুগ্ধ হয়েছে।

এইদিন  গোটা মিঠাই টিমই হাজির হয়েছিলেন । প্রায় সকলেই উপস্থিত ছিলেন সেদিন। তন্বী লাহা রায় থেকে শুরু করে ধ্রুব সরকার, ঐন্দ্রিলা সাহা, অর্কজা আচার্য সকলেই উপস্থিত ছিলেন সেদিন।
শুধু তাই নয় বিবাহের মণ্ডপে ওইদিন মিঠাই ধারাবাহিকের সবচেয়ে জনপ্রিয় ” জয় গোপাল ” ধ্বনিও শুনতে পাওয়া গিয়েছিল। সকলে মিলে খুব আনন্দের সাথে এই বিবাহ সম্পন্ন হয়েছিল। বিয়ে তো হলো এবার আসুন দেখে নেওয়া যাক মেনুতে কি ছিল আদৃত কৌশাম্বির বিয়েতে।

জানা যায়, এই নব দম্পতির বিয়ের মেনুও ছিল রাজকীয়। ফিশ ফ্রাই, চিঙড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে মাটন বিরিয়ানি, মুর্গ লাহোরি সব ছিল মেনুতে।পাতে মিষ্টিও ছিল নানা রকমের। ফিরনি, ম্যাঙ্গো সুফলে, কেশর রসমালাই সব কিছুই ছিল এই মিষ্টি জুটির বিয়েতে। সমস্ত কাছের মানুষের আশীর্বাদে এভাবেই বিয়েটি সম্পন্ন হয়েছিল যা নেটিজেনদের কাছে এই বিয়েতে উপস্থিত অনেক জনপ্রিয় ব্যক্তি তাদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। সব মিলিয়ে এই নতুন জুটির ফ্যান মহলেও খুশির আবহ যা কমেন্ট সেকশানে গেলেই ধরা পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts