adrit kaushambi jamai sasthi - khobortobor
,

নব দম্পতি আদৃত কৌশাম্বির প্রথম জামাই ষষ্ঠী কেমন কাটলো আসুন জেনে নেওয়া যাক।

লিপাড়ার অন্যান্য নবদম্পতির মধ্যে অন্যতম জুটি হলেন আদৃত – কৌশম্বী। এই বছরে তাদের প্রথম ষষ্ঠী। শত ব্যস্ততার মধ্যেও ঠিক সময় করে শ্বশুরবাড়ি পৌঁছে গেলেন নতুন জামাই আদৃত। স্ত্রী কৌশাম্বইকে সঙ্গে নিয়ে নতুন জামাই হাজির হয়েছেন।

যথেষ্ট আদর আপ্যায়নে ভুরিভোজ সারলেন পর্দার উচ্ছেবাবু। শশুর শাশুড়ি কোনো কিছুই বাকি রাখেন নি।
নানা রকম মেনুতে মেনুতে কি ছিল না সেটা বোঝা দায়।

একটা মাত্র জামাই কোনো রকম ত্রুটি রাখেনি শশুর শাশুড়ি। জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউজ18 বাংলাকে কৌশাম্বি জানান খাবারের তালিকায় ছিল পোলাও, ভাত, মাটন, চিকেন, ইলিশ, চিংড়ি, আলু পটলের তরকারি, ফল, বাদ যায়নি কিছুই।

প্রসঙ্গত উল্লেখ্য, মে মাসে সাতপাক ঘুরেছেন আদৃত-কৌশাম্বি। মূলত মিঠাই সিরিয়ালের সেট থেকেই তাদের প্রেম শুরু হয়েছিল। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর সংসার করছেন তাঁরা।

সম্প্রতি হানিমুনেও গিয়েছিল তারা গোয়ায়। সেখান থেকে নানা মিষ্টি মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা।

One response to “নব দম্পতি আদৃত কৌশাম্বির প্রথম জামাই ষষ্ঠী কেমন কাটলো আসুন জেনে নেওয়া যাক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts