sonakshi-sinha-wedding-23-june-2024-khobortobor
,

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে, শত্রুঘ্ন সিনহা সকলকে খামোশ করে দিয়ে মেয়ের বিয়েতে পা রাখলেন। কি বলছেন তিনি মেয়ের বিয়ে নিয়ে শেষ অব্দি আসুন জেনে নেওয়া যাক।

লিপাড়ায় কান পাতলেই এখন যে খবরটি সবার আগে শোনা যাচ্ছে তা হলো শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহার বিয়ের খবর। জানা গেছে আগামী কাল অর্থাৎ 23শে জুন 2024।সেই অনুযায়ী সব ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। বিয়ের আগের অনুষ্ঠান গুলিও আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে। আর সব জল্পনার অবসান ঘটিয়ে এই দিন শত্রুঘ্ন সিনহাকেও মেয়ের জীবনেরএত বড় আনন্দের দিনে পার্টিসিপেট করতে দেখা গেছে।

মিডিয়া কিছুদিন যাবত তাদের অর্থাৎ বাপ ও মেয়েকে নিয়ে অনেক খবর বানিয়েছেন। শত্রুঘ্ন সিনহার এই বিয়েতে মত নেই থেকে শুরু করে পুনম সিনহা অর্থাৎ সোনাক্ষীর মা তিনি এতটাই অরাজি যে নিজের মেয়েকে সোশ্যাল মিডিয়ায় আনফোলো অব্দি করেছেন বলে খবর রটে। মূলত তাদের হবু জামাই মুসলিম সম্প্রদায় বলেই তাদের আপত্তি এই বিয়েতে এই নিয়েও হয় অনেক জল্পনা।

কিন্তু বিয়ের অনুষ্ঠানে এসে সকলকে ভুল প্রমাণ করে দেন সোনাক্ষীর বাবা মা। এদিন শত্রুঘ্ন সেই গুজবগুলিকে গুলি করে দেন কারণ তিনি বলেছিলেন যে তিনি তার একমাত্র মেয়ের বিয়েতে যোগ দেবেন। “আমি অবশ্যই বিয়েতে থাকব। আমি কেন করব না এবং কেন করব না? তার সুখ আমার সুখ এবং উল্টো. তার তার সঙ্গী এবং তার বিবাহের অন্যান্য বিবরণ বেছে নেওয়ার অধিকার রয়েছে, “তিনি জুমকে বলেছেন এবং যোগ করেছেন যে সোনাক্ষী এবং জহির “একসাথে খুব সুন্দর দেখাচ্ছে।”

ছবিও তোলেন হবু জামাইয়ের সাথে। শুধু তাই নয় বৃহস্পতিবার সন্ধ্যায়, জহির এবং শত্রুঘ্ন পারিবারিক জমায়েত থেকে বের হয়ে একসাথে পোজ দেন। তারা চলে যাওয়ার সময় জহির তার শাশুড়ি পুনমের পা স্পর্শ করে। ক্যামেরার সামনে পরিবার একসঙ্গে পোজ দেওয়ার সময়, ফটোগ্রাফাররা শত্রুঘ্নকে ‘খামোশ’ বলার জন্য অনুরোধ করেছিলেন এবং তিনি হাসিমুখে বাধ্য হন।

প্রসঙ্গত উল্লেখ্য, এই বিয়েতে খুব কম মানুষকে নিয়েই আয়োজন করেছেন সোনাক্ষী সিনহা। মেহেন্দি তে জনা 20 মানুষ ও বিয়ের দিন 50জন কাছের মানুষকে নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে রিসেপশন পার্টি বড় করে করা হবে বলেই জানা গিয়েছে।

[আরো পড়ুন:👉 ওমলেট তো রোজই খান। আজ দেখে নিন অন্যরকম স্বাদের কিছু ওমলেট রেসিপি।]

[আকর্ষণীয় ডিল:👇]

One response to “অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে, শত্রুঘ্ন সিনহা সকলকে খামোশ করে দিয়ে মেয়ের বিয়েতে পা রাখলেন। কি বলছেন তিনি মেয়ের বিয়ে নিয়ে শেষ অব্দি আসুন জেনে নেওয়া যাক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts