কথায় আছে, ” সময় কে সময় না দিলে সময়ও আর সময় দেয় না”। তাই নিজের জন্য সময় বের করে নেওয়া খুব গুরুত্বপূর্ন একটা কাজ।
এক জনৈক হাই পারফরমেন্স মাইন্ড সেট কোচ, নাম অ্যামি ল্যান্ডিনো তিনি প্রো টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু টিপস দিয়েছেন যাতে পেশাদারী মানুষদের মতই সময় বাঁচাতে পারবেন।
১. সঠিক মানুষকে আপনার মূল্যবান সময় দিন :- আপনি সারাটা দিনের বেশিরভাগ সময়টি এমন মানুষের সাথে ইনভেস্ট করুন যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন বা শেখাতে পারবেন আপনার কাঙ্খিত মানুষজনদের। আপনি তাদের যত বেশি দক্ষ করে তুলবেন আপনার কাজের ক্ষেত্রেও আপনি তত বেশি লাভবান হবেন।
২. স্বয়ংক্রিয়করণ :- আপনি যে কাজটি করছেন সেটা স্বয়ংক্রিয়করণ করলে অনেক বেশি কার্যকরী রেজাল্ট পাবেন। ধরুন আপনি বিজনেস করছেন প্রতিটা বিজনেসেই একাউন্টিং, পে রোল, লজিস্টিক এই গুলো একসাথে করা খুবই দরকারি ।
৩. না বলতে শিখুন :- এমন অনেক কাজ রয়েছে যেগুলিতে আপনি একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না এরকম ক্ষেত্রে সেইরকম কোনো কাজের প্রস্তাব এলে সরাসরি না বলতে শিখুন। এতে আপনার সময় বাঁচবে এবং সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারবেন।
৪. পরিবারকে সময় দিন :- সারাদিনের অনেক কাজ থাকলেও যারা না থাকলে কাজের এনার্জি পাবেন না তাদেরকে অবহেলা কখনও করবেন না। প্রতিটা পেশাদার মানুষ একটা সময় ঠিক রাখেন পরিবারের জন্য। তাই দিনের একটা সময় বের করে নিন তাদের জন্য। এতে আপনার কাজের স্ট্রেসও অনেকটাই কমবে। আর এভাবেই আপনি আরোও বেশি সফল হতে পারবেন।
৫. নিজের দক্ষতাকে কাজে লাগানো :-প্রত্যেক কাজকে নিজের দক্ষতার সাথে মিলিয়ে দেখা উচিত। এমন কাজ বেছে নোওয়া উচিৎ যা নিজের জন্য বিশেষভাবে উপযুক্ত।
সফল পেশাদাররা এই কৌশলগুলি ব্যবহার করে নিজেদের কাজকে আরও কার্যকরীভাবে সম্পন্ন করেন।
[আরো পড়ুন:👉 সুখবর ! ছয় মাস পর্যন্ত তাজা রাখা যাবে কারি পাতা করুন এই পদ্ধতি অবলম্বন]