a rainy street scene with a person holding a food packet high to avoid a group of stray dogs.
,

আপনি কি রাস্তার কুকুর দেখলেই ভয় পান? কিভাবে বাঁচবেন এর থেকে রইলো কিছু টোটকা!

র্ষাকালে রাস্তায় যেমন সাপের দৌরাত্ম্য বাড়ে সেরকমই বাড়ে কুকুরের দৌরাত্ম্য। রাস্তায় বেরোলেই এক পাল কুকুর কোথায় থেকে চলে আসে। অনেকেই রীতিমত কুকুর নিয়ে একটা আতঙ্কে থাকেন। কিছু বেশ কিছু টেকনিক রয়েছে সেগুলো মেনে চললে কুকুরের থেকে অনেকটাই বাঁচা যায়।

এই যেমন পাড়ার কোনো কুকুর হলে সে তোমার গায়ের গন্ধ ঠিক চিনবে তুমি যতই ভয় পাও সে তোমায় কামড়াতে আসবে না। কিন্তু বেপাড়ার কুকুর হলে সে দৌড়ে আসবে তোমার দিকে। হাতে খাবারের প্যাকেট থাকলে তো কোনো কথাই নেই ।
তাই যখন এমন পরিস্থিতি তে পড়বেন সবার আগে খাবারের প্যাকেটটা একটু ওপরে তুলে নিন হাত ঝুলিয়ে নিয়ে গেলে কুকুর আসবেই।

এছাড়াও কুকুরের সামনে দিয়ে যেতে হলে ফোন ঘাঁটতে ঘাঁটতে যেতে পারেন। আপনি তাকে পাত্তা দিচ্ছেন না বুঝলে সেও তো ঘেউ ঘেউ করবে না।

কখনও যদি দেখেন কোনো কুকুর ছুটে আসছে আপনার দিকে চেষ্টা করুন একটা ঢিল তোলার। যদি না থাকে ভান করুন ঢিল তোলার দেখবেন সে একটু হলেও ভয় পেয়ে পিছিয়ে যাবে।

তবে এগুলি কোনো তাই পাগলা কুকুরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ পাগলা কুকুরদের মাথা কাজ করে না তারা আপনি যে কৌশলই নিন না কেনো তারা আপনাকে কামড়াতে আসবেই তাই সেই স্থান যেভাবেই হোক পরিত্যাগ করার চেষ্টা করাই শ্রেয়।

[আরো পড়ুন:👉 কোরাল দের কীভাবে বাঁচানো যায়! কী উদ্যোগ বিজ্ঞানী মহলের!??]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts