a car srinking in a village pond - khobortobor.com

‘ সাবধানের মার নেই ‘ – এই কথাটি কেনো বলা হয় সেটি হাড়ে হাড়ে বুঝল হায়দ্রাবাদের চার যুবক। গুগল দেখে বেড়াতে বেরিয়ে কি হলো তাদের আসুন জেনে নিই।

আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবেতেই চট জলদি যেকোনো সমাধান খুজতে গুগল সার্চ করে নিই। অনেক সময় সঠিক উত্তরও পেয়ে যাই কিন্তু সবটাতে গুগল ভরসা না করাই হয়তো ভালো।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই গুগল আমাদের অনেক সাহায্যে লাগে। বিশেষ করে অচেনা গন্তব্যে পৌঁছতে গুগল ম্যাপ এর উপর আমরা সকলেই করি। তবে সম্প্রতি একটি ঘটনা একটু অন্যরকমই ঘটেছে। যা থেকে শিক্ষা নিয়ে একটু সাবধান হওয়া প্রয়োজন এটি বলতেই হবে।

মূলত ঘটনাটি ঘটে চার যুবককে কেন্দ্র করে। তারা হায়দরাবাদ থেকে এসেছিলেন কেরালার মুন্নার-এ। ছবির মত সুন্দর মুন্নার ঘুরতে বেরিয়েছিলেন তারা। ঘুরে বেড়িয়ে তাঁরা মধ্যরাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন বোটিং-এর জন্য বিখ্যাত আলাপ্পুঝায়।

তারা গুগল ম্যাপ দেখেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মাঝে রাতে রাস্তার মধ্যে বিশাল ঝড় বৃষ্টি শুরু হয়। তারা পথ বুঝতে পারছিলেন না। এদিকে রাস্তায় জল জমে গিয়েছে। পুকুর ভরে গিয়ে রাস্তা পুকুর কিছুই বোঝা যাচ্ছিলো না। আর তাতেই ঘটে বিপত্তি।

[আরো পড়ুন:👉 বাঁচার আশায় দুই তান্ত্রিকের কাছে গিয়ে মৃত্যু হলো এক যুবকের]

সামনে রাস্তা না পুকুর বুঝতে না পেরে গাড়ি নিয়ে হুড়মুড়িয়ে ওই চার যুবক পুকুরে পড়ে যায়। যা হোক করে তারা নিজেদেরকে বাঁচাতে পারলেও গাড়িটি ডুবে যায়। পরে তারা গাড়িটা উদ্ধার করেও সেখান থেকে।

তাই সবটা গুগল ম্যাপ এর উপর ভরসা না করায় ভালো। কিছুটা নিজেরা জেনে বুঝে তবেই বেরোনো উচিত। গুগল আমাদের সাহায্য করে ঠিকই কিন্তু শত হলেও সেটা একটা ডিজিটাল ডিভাইস। তাই বাস্তববোধ নিয়ে তবেই সেটা ব্যবহার করা উচিত।To view Source of this news click https://x.com/sudhakarudumula/status/1794315192802988274

[আরো পড়ুন:👉 নামকরা বিরিয়ানির দোকান দাদা বৌদির এ কি হাল! শেষ অব্দি পড়ে যাওয়া বিরিয়ানি স্টাফদের তুলতে দেখা যাচ্ছে। আসুন দেখে নিই যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে কি দেখা যাচ্ছে।]

4 responses to “‘ সাবধানের মার নেই ‘ – এই কথাটি কেনো বলা হয় সেটি হাড়ে হাড়ে বুঝল হায়দ্রাবাদের চার যুবক। গুগল দেখে বেড়াতে বেরিয়ে কি হলো তাদের আসুন জেনে নিই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts