প্রতিটা মানুষের শরীর প্রত্যেকরকম। সেই শরীরের ভালো মন্দ বা কোনো সমস্যা সব কিছুই আলাদা আলাদা হয়। কারণ আমাদের শরীরের ব্লাড গ্রুপ সবার ভিন্ন। মূলত মানুষের শরীরে A , B, O, AB এই চার প্রকারের ব্লাড গ্রুপ হয়। এগুলির আবার পজেটিভ নেগেটিভ আছে। একেকটা মানুষের একেকরকম থাকে।
এবার সমস্যা হলো অর্ধেক মানুষ বোঝেই না তাদের ব্লাড গ্রুপ অনুযায়ী তাদের কি ধরনের সমস্যা হতে পারে আর কি ধরনের হওয়ার চান্স কম। আসুন সেই বিষয়েই একটু জেনে নেওয়া যাক।
নিউট্রিশনাল সাইকিয়াট্রিস্ট ডঃ শেলডন জাবলো জানাচ্ছেন, রক্তের গ্রুপের উপর নির্ভর করে একজন ব্যক্তি কোন রোগে আক্রান্ত হতে পারেন।
যেমন AB বা B রক্তের গ্রুপ যে সমস্ত মানুষদের তাদের কিন্তু হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি। তবে O গ্রুপের রক্ত যাদের তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা কম। আবার O ব্লাড গ্রুপের মানুষের আলসার হওয়ার প্রবণতা বেশি ।
সেভাবেই যাদের ব্লাড গ্রুপ তাদের বয়স হলে দৃষ্টিশক্তি কমে আসতে পারে। এমনকী রক্তে প্রোটিনের সমস্যার কারণে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে।
তবে বেশিরভাগ মানুষেরই যে ব্লাড গ্রুপ টা কমন সেটা হলো A, ও B গ্রুপ। এই গ্রুপ গুলির মানুষদের শরীরে রক্ত জমাট বাঁধার সমস্যা হতে পারে। তবে O গ্রুপের মানুষদের এই সমস্যা কম হতে পারে। এই ধরণের সমস্যা স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।
শুধু তাই নয় A গ্রুপের মানুষের আবার মানসিক চাপের সমস্যাও বেশি হয় তাদের কর্টিসোল হরমোনের নিঃসরণ শরীরে বেশি হওয়ার কারণে। ফলে সহজে মানসিক সমস্যার সঙ্গে লড়াই করতে পারেন না এই গ্রুপের মানুষেরা।
তাই নিজের ব্লাড গ্রুপ অবশ্যই জানুন। সমস্যা গুলি বোঝার চেষ্টা করুন। এবং সুস্থ থাকুন।
আয়ুষ মন্ত্রালয়ের পেজ দেখতে 👉 https://ayush.gov.in/
Leave a Reply