Jagannath temple of Digha - khobortobor.com

দীঘার বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির উদ্বোধন কবে হবে? সামনের রথ যাত্রায় নয়তো? আসুন জেনে নিই।

বাঙালির কাছে এক দুদিনের বেড়ানোর আইডল ডেস্টিনেশন হলো নিঃসন্দেহে দিঘা। এই দিঘা সমুদ্র সৈকত পুরীর মতই বাঙালির একটা ইমোশন।

তবে আগে সকলে দিঘার সমুদ্র আর সুন্দর্যতার জন্যই যেত কিন্তু এখন দীঘার মাথায় আরোও একটি নতুন পালক যুক্ত হয়েছে। বেশ অনেকদিন যাবৎই দীঘায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পুরীর আদলেই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যারা একটু বেশি খরচের জন্য পুরী যেতে পারেন না তাদের জন্য দিঘাতেই এমন একটা মন্দির নির্মাণ করা। যাতে সাধ্যের মধ্যেই সাধ পূরণ হয়। আর সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছিল।

নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার দিঘা ১১৬বি জাতীয় সড়কের পাশে এই মন্দিরটি তৈরি হচ্ছে। মন্দিরটি তৈরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ২০১৮ সালে এই মন্দির তৈরির ঘোষণা করেছিল রাজ্য। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটিরও। পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা এক থাকছে।

[আরো পড়ুন:👉 কাজ করতে গিয়ে গরম ছ্যাঁকা খেয়েছেন? হাবিজাবি না লাগিয়ে সঠিক জিনিস লাগান ক্ষতস্থানে। আসুন জেনে নেওয়া যাক কি উপায়ে জ্বালাপোড়া থেকে আরাম পাবেন।]

এই বছরে মন্দির নির্মাণের কাজ প্রায় শেষ হয়েই এসেছে। মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছিলেন এপ্রিলেই এই মন্দির উদ্বোধন হবে। কিন্তু ভোটের জন্য এই সময়টি পিছিয়ে যায়। সকলে আশা করছে আগামী জুলাই মাসে পূর্ণ রথ যাত্রা উপলক্ষে হয়তো দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে পারে।

এই বিষয়ে বিধায়ক তথা রাজ্যে কারা মন্ত্রী অখিল গিরি বলেন, ‘মন্দির নির্মানের কাজ প্রায় শেষের পথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঠিক করবেন সেদিন মন্দিরের উদ্বোধন হবে। প্রতিবছর এখানে রথ উৎসব হয়ে থাকে। এবারেও হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষনার পরেই মন্দির উদ্বোধন হবে’।

[আরো পড়ুন:👉 বাড়ির আশেপাশে জন্মানো এই আগাছা ডেকে আনতে পারে মহাবিপদ। আসুন জেনে নেওয়া যাক এর থেকে বাঁচার উপায়]

One response to “দীঘার বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির উদ্বোধন কবে হবে? সামনের রথ যাত্রায় নয়তো? আসুন জেনে নিই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts