চলতি বছরের মে মাসের আগামী ২৩ তারিখ বৃহস্পতিবার হল বুদ্ধ পূর্ণিমা তিথি। যা বুদ্ধজয়ন্তী নামেও খ্যাত। এই দিনটিতে ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল বলে জানা যায়।
এই বছর বুদ্ধ পূর্ণিমা তিথি পড়েছে ২২ তারিখ সন্ধ্যা ৬.৪৭ থেকে
পরের দিন অর্থাৎ ২৩ তারিখ সন্ধ্যা ৭.২২ মিনিট পর্যন্ত।
সেইদিন থাকছে অনুরাধা নক্ষত্র, পরিঘ ও শিব যোগ এবং বব করণ।
বৌদ্ধদের মূল ধর্মগ্রন্থ হল ত্রিপিটক যা পালি ভাষায় রচিত। যাতে উল্লিখিত আছে চারটি আর্যসত্যের কথা।
সেগুলি হল যথাক্রমে
১) জীবনে দুঃখ আছে।
২) দুঃখের কারণ আছে।
৩) দুঃখ দূর করা সম্ভব।
৪) দুঃখ দূর করার উপায় আছে।
[আরো পড়ুন:👉 আকর্ণ ধনুরাসন ও বজ্রাসন করার পদ্ধতি ও তার ফললাভ]
এই উপায় সমূহের আলোচনা করতে গিয়ে এবং সুস্থ স্বাভাবিক কালহমুক্ত জীবন যাপন করার উদ্দেশ্যে তিনি অষ্টাঙ্গিক মার্গ বা আট টি পথের কথা বলেছিলেন।
সৎ দৃষ্টি, সৎ সংকল্প, সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবন যাপন, সৎ ব্যায়াম, সৎ স্মৃতি, সৎ সমাধি।
এই আট পথ মেনে চললে নিজের ও পরিবারে শান্তি বয়ে আসবে। জীবন হবে স্বচ্ছল, রোগমুক্ত ও আনন্দময়। আসুন দিনটি আমরা নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করি। “বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি” ইতি।
To listen Lord Buddha Chant 👉 https://www.youtube.com/watch?v=moT7-zQ4WRE