cyclone Remal is coming! What is the reawakening of Amfan memory again! Is the month of May cursed? What does the weather department say?

ধেয়ে আসছে রেমাল ! আমফান স্মৃতির পুনর্জাগরণ কি আবার ! মে মাস কি অভিশপ্ত ? কি বলছেন আবহাওয়া দপ্তর ?

২০২০ সালের এই মে মাসেই ১৩ তারিখে বঙ্গবাসী সম্মুখীন হয়েছিল এক বিভীষিকাময় কাল খন্ডের সঙ্গে। বঙ্গে আছড়ে পড়েছিল ‘আমফান’। আবারো সেই একই রকম সময়ের সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

Cyclone, Strom

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মাসের ১৯ তারিখে  বঙ্গোপসাগরে তৈরি হতে পারে  একটি ঘুনাবর্ত। যাকে কেন্দ্র করে আগামী ২১ তারিখে  আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। এর নাম রাখা হয়েছে রেমাল।

cyclone remal ai photo

উল্লেখ্য ২০২০ সালের  আমফানের গতিবেগ ছিল ঘন্টায় ১৭৫ কিমি। সম্পূর্ণরূপে তছনছ করে দিয়েছিল বাংলাকে। তার রেশ বঙ্গবাসীর মন থেকে এখনো কাটেনি। সেই স্মৃতি কি আবারও ফিরে আসতে চলেছে? যদিও আবহাওয়া দপ্তর বর্তমান ঘূর্ণিঝড় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয় নি এখনো। এর গতিবেগ কত, হবে বা গতিপথই কি?

cyclone remal AI photo

বর্তমানে প্রাথমিক স্তরে এই আশঙ্কা তৈরি করা হয়েছে৷ এটি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হবে, সেদিকে নজর রাখতে হবে৷ তবে দক্ষিণবঙ্গে এই সময়েই গ্রামে-শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন ভোটকর্মীরা৷ ফলে ঝড়ের তীব্রতা বেশি হলে ভোটপ্রক্রিয়াকার্যও বিপদের সন্মুখীন হবে৷

3 responses to “ধেয়ে আসছে রেমাল ! আমফান স্মৃতির পুনর্জাগরণ কি আবার ! মে মাস কি অভিশপ্ত ? কি বলছেন আবহাওয়া দপ্তর ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts