বেশ কয়েকদিন ঠান্ডায় ঠান্ডায় রাজ্যবাসী কাটালেও এই সপ্তাহ থেকে আবার গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মোটামুটি বুধবার থেকেই বেশ কয়েক ডিগ্রি গরম বাড়তে চলেছে।
আজ মঙ্গলবার থেকেই সেই অস্বস্তি জনক গরম শুরু হয়ে গিয়েছে। বিকেলে একটু মেঘলা করলেও দু একজায়গায় অল্প স্বল্প বৃষ্টি হলেও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি, এই বছরে বর্ষা নিয়ে একটি বড় খবর পাওয়া যাচ্ছে হাওয়া অফিসের কাছ থেকে।
জানা যাচ্ছে, এই বছর কিছুটা আগেই আমাদের রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা। মূলত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের সর্বশেষ উপগ্রহ চিত্র বর্ষার তাড়াতাড়ি প্রবেশের সম্ভাবনা বাড়াচ্ছে।
মৌসম ভবন থেকে আশা করা যাচ্ছে যে, চলতি মাসের ১৯ তারিখে মৌসুমী বায়ু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা যেমন সময় হতে পারে বলে দেখা যাচ্ছে সেই অনুযায়ী হিসেব করলে কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে এর ৭ দিনের মাথায়, অর্থাৎ, ২৬ মে’র মধ্যে। আর কেরলের মোটামুটি ৭ থেকে ১৩ দিনের মাথায় আমাদের রাজ্যে বর্ষা প্রবেশ করে যায়। শুধু তাই নয় , এবারে এও মনে করা হচ্ছে যে, গত বার কম বর্ষা হলেও এই বছর স্বাভাবিকের থেকে ৭ থেকে ১১ শতাংশ অতিরিক্ত বৃষ্টি পেতে চলেছে আমাদের দেশ যা সত্যিই খুব ভালো খবর।
তবে মে মাসের এই সপ্তাহে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলেই জানা যাচ্ছে। আগামী ৪ দিনে গাঙ্গেয় জেলায় ৩ ডিগ্রি এবং পশ্চিমের জেলায় ৫ ডিগ্রি পর্যন্ত পারদ উঠতে পারে দক্ষিণ বঙ্গে।
কলকাতাতেও মঙ্গলবার একটু কম গরম থাকলেও আগামী ৩ – ৪ দিনের মাথায় তাপমাত্রা ধাপে-ধাপে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। তবে আপাতত আগামী ৬ দিন কোনো ভাবেই তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি তৈরি হবে না, সেরকম কোনও পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গে আবার বুধবারের পর শুধুমাত্র পাহাড়ি এলাকা গুলি ছাড়া অন্যত্র বৃষ্টি প্রায় থাকবে না বললেই চলে। শুক্রবারের পর ফের অক্ষরেখার হাত ধরে বৃষ্টি সামান্য বাড়বে উত্তরের সমতলের জেলাগুলিতে বলে জানাচ্ছে হাওয়া অফিস।