Skill development course sucess - khobortobor.com
,

শুধু পড়াশুনো নয় পাশে রাখতে হবে এই ‘ স্কিল ডেভেলপমেন্ট ‘ কোর্সগুলিকে তাও ফ্রী তে তাহলেই বাজিমাত

বর্তমান যুগ হলো সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর। আজ ভারতের প্রতিটি গ্রামের প্রতিটি কোণায় পৌঁছে গেছে ইন্টারনেট। টিভি, কেবেল লাইন আজ হ্রাস পেয়েছে। তার বদলে জায়গা করে নিয়েছে ইউ টিউব (YouTube)।

অতএব বোঝাই যাচ্ছে সময় যত এগিয়ে যাবে তত ডিজিটাল মাধ্যম এর ব্যাপকতা আরো বাড়বে। তাই গতানুগতিক পড়াশোনা করার পাশাপাশি আমাদের কে আরো সচেতন হতে হবে ডিজিটালাইজেশন সম্পর্কে। বিশেষ করে অর্থ উপার্জনের ক্ষেত্রে জানতে হবে ইন্টারনেট এর সম্পূর্ণ ব্যবহার। কাজে লাগাতে হবে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কে।

প্রথমেই যে কোর্স টি সম্পর্কে বলতে হয়। সেটি হল ‘ডিজিটাল মার্কেটিং’। CEC এর উদ্যোগে ‘স্বয়ম্’ (SWYAM) প্ল্যাটফর্মে এই কোর্সটি আয়োজিত হতে চলেছে। নীচে লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে নাম নথিভুক্ত করতে হবে। এটি সম্পূর্ণ বিন্যমূল্যে।
👉https://onlinecourses.swayam2.ac.in/cec24_mg16/preview

দ্বিতীয় কোর্সটি হল ‘কৃত্রিম বুদ্ধিমত্তা: সমস্যা সমাধানের জন্য অনুসন্ধান পদ্ধতি’ এই কোর্সটিও সম্পূর্ণ বিনামূল্যে। লিঙ্ক নীচে।
👉https://onlinecourses.nptel.ac.in/noc24_cs88/preview

তৃতীয় কোর্সটি হল ‘E-content Development’ এই কোর্সটিতে নাম নথিভুক্ত করতে
👉 https://onlinecourses.swayam2.ac.in/ntr24_ed48/preview

চতুর্থ হল ‘ডেটা অ্যানালাইসিসের’ এটিও আজকের দিনে একটি হাই রেটেড স্কিল কোর্স। ব্যপক চাহিদা রয়েছে সব ক্ষেত্রেই। নাম নথিভুক্ত করতে
👉 https://onlinecourses.swayam2.ac.in/cec24_ma20/preview

পঞ্চম কোর্সটি হল ‘A Basic Course in Machine Learning for All’ এটির সম্বন্ধে জানতে ও ফ্রীতে অংশগ্রহণ করতে ক্লিক
👉 https://onlinecourses.swayam2.ac.in/imb24_mg126/preview

এই কোর্স গুলির নাম শুনে অনেকেই ভাববেন এ বোধহয় যারা সাইন্স বা কমার্সের স্টুডেন্ট তাদের জন্যই কেবল। কিন্তু ব্যাপার টা এমন নয়। আর্টস স্টুডেন্ট দের ক্ষেত্রেরও এগুলি প্রযোজ্য।

[আরো পড়ুন:👉 ২০২৪ কলেজে ভর্তির জন্য শুরু হতে চলেছে সেন্ট্রালাইজ এডমিশন ! কবে থেকে ফর্ম দেবে ?]

One response to “শুধু পড়াশুনো নয় পাশে রাখতে হবে এই ‘ স্কিল ডেভেলপমেন্ট ‘ কোর্সগুলিকে তাও ফ্রী তে তাহলেই বাজিমাত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts