Anant Ambani - Radhika Merchant - pre-wedding gift - khobortobor

বিয়ের আগেই দুবাইয়ের মাটিতে বাংলো অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট এর বিয়ে নিয়ে মুকেশ আম্বানির বিশাল আয়োজন

আমাদের ভারতের যত গুলি বিখ্যাত শিল্পপতি আছেন তাদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি। সব সময় তিনি এবং তার পরিবার লাইমলাইট জুড়ে থাকেন। মুকেশ আম্বানির ঘরণী নিতা আম্বানির প্রত্যেকটা খবর হট টপিক মিডিয়ায়।

সম্প্রতি তাদের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে কে কেন্দ্র করে বিশাল আয়োজন হয়। শুধু মাত্র প্রি ওয়েডিং এই বিশাল আকারের আয়োজন করে আম্বানি পরিবার। দেশী বিদেশী সমস্ত তারকা, খেলোয়াড় আরোও অনেকেরই নিমন্ত্রণ থাকে তাদের অনুষ্ঠানে। বেশ কিছুদিন জুড়েই সে খবর আমরা দেখেছি।

মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও বিখ্যাত মার্চেন্ট ইনডাস্ট্রির কন্যা রাধিকা মার্চেন্ট এর সাথে ১২ই জুলাই তাদের বিয়ে ঠিক হয়। আর তাঁর আগেই শোনা যাচ্ছে অনন্ত আর রাধিকাকে দুবাইয়ে ৬৪০ কোটি টাকার বাড়ি উপহার দিলেন মুকেশ-নীতা।

গুজরাতের জামনগরে আর ইটালিতে বিলাসবহুল ক্রুজ় ভাড়া করে ছেলে ও হবু বৌমার জন্য প্রাক্-বিবাহ অনুষ্ঠানের বিশাল আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন মুকেশ অম্বানী ও নীতা অম্বানী।

পাম জুমেইরাহ হল দুবাইয়ের উত্তর দিকের একটি দ্বীপ। বহু তারকার বাড়ি আছে সেখানে। অনন্তের বাড়িও সেরকমই একটা জায়গায় কেনা হয়েছে। যেখানে তাদের নতুন পড়শিদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান, ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম এবং তাঁর স্ত্রী ভিক্টোরিয়া।

আসুন জেনে নেওয়া যাক অনন্ত ও রাধিকার এই নতুন বাংলোটি কেমন।

জানা যাচ্ছে, সমুদ্রের ধারের ৩০০০ বর্গফুটের উপর তৈরি এই ভিলাটি দুবাইয়ের সবচেয়ে দামি নির্মাণের মধ্যে একটি। এই ভিলায় ১০টি শোয়ার ঘর আছে। আছে একটি স্পা, দু’টি সুইমিং পুল। পুলের একটি খোলা আকাশের নীচে। ভিলার সঙ্গে রয়েছে প্রাইভেট বিচও।

প্রসঙ্গত উল্লেখ্য, দুবাইয়ে আগে এত সহজে বাড়ি কেনা যেত না। বিশেষ করে যারা ওদেশীয় নয়। কিন্তু বর্তমানে একটু সহজ হয়েছে বিষয়টি। যে সকল ভারতীয়ের ‘গোল্ডেন ভিসা’ আছে, এ বার তাঁদের মধ্যে দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনতে পারেন। আর অত সুন্দর দুবাই জায়গাটায় সামর্থ্য থাকলে কেই বা না কিনতে চায় জমি। তাই বর্তমানে অনেক তারকারাই দুবাইয়ের মাটিতে কিনে চলেছে বিশাল বিশাল বাংলো। মুকেশ আম্বানিও এই সুযোগে ছেলের জন্য একটা বাংলো কিনে ফেললেন বলেই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts