Sabyasachi Chakraborty's wife Mithu Chakraborty is critically ill -khobortobor.com

গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী। কি হয়েছে তার আসুন জেনে নিই

মানুষের জীবনে কখন কি ঘটে সত্যিই বোঝা দায়। কিছুদিন আগেও সুস্থ সবল মানুষটি আজ হঠাৎ কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লে সত্যিই খারাপ লাগে।

বাংলা টেলিভিশনের জগতে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী। সিনেমা থেকে সিরিয়াল সবেতেই অভিনয় করতে তাকে দেখা যায়। কিছুদিন আগেও হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে মহেশ্বরীর চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। কিন্তু হঠাৎ করেই সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী আচমকাই সেই ধারাবাহিক থেকে সরে এসেছিলেন।

কারণ হিসেবে জানা যায় যে ক্যানসারে আক্রান্ত হয়েছেন নাকি এই অভিনেত্রী। এর মাঝে কেটে গেছে বেশ কয়েক মাস। পাঁচটি কেমো ইতিমধ্যেই নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে স্ত্রী মিঠু কেমন আছেন তা এবার জানালেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ।

তিনি জানান স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন মিঠু চক্রবর্তী। গত ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয়েছে মিঠুর। এরপরেই কেমো শুরু হয়েছে মার্চ থেকে। এখনও পর্যন্ত পাঁচটি কেমো থেরাপি নিয়েছেন তিনি। সোমবার ষষ্ঠ কেমো থেরাপির সেশন রয়েছে তাঁর। এতগুলো কেমো নিয়ে অভিনেত্রী যথেষ্টই কষ্টে রয়েছেন।

তিনি আরও জানান, কেমো থেরাপি শেষ হয়ে গেলে শুরু হবে রেডিও থেরাপি। তবে এই কঠিন সময়ে স্ত্রীর পাশে সব সময়ই থাকছেন সব্যসাচী চক্রবর্তী। যদিও সব্যসাচীর নিজের শরীরও বিশেষ ভালো নেই। কিছুদিন আগেই বড় ছেলের বাচ্চা অর্থাৎ তার নাতির অন্নপ্রাশনে খোশমেজাজে দেখা গেলেও পরের দিনই নাকী হার্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হতে হয়।

হার্ট ব্লকেজ থাকার কারণে টেম্পোরারি পেসমেকারও বসাতে হয় তাকে। যদিও এখন তিনি অনেকটাই সুস্থ আর এরই মাঝে এমন অঘটন। তার স্ত্রীকে নিয়ে আপাতত দুশ্চিন্তাতেই আছেন তিনি বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts