virat kohali 5th june -khobortobor.com

কেনো প্রস্তুতি ম্যাচে দেখতে পাওয়া গেলো না বিরাটকে? ৫ই জুন কি খেলবেন বিরাট কি বলছে টিম আসুন জেনে নিই

আগামী ৫ই জুন টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। এটি ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচ। কিন্তু ভারতীয় দলের মধ্যে একটু ছন্দপতন দেখা যাচ্ছে। আমরা সকলেই দেখেছি আগের দিনের প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি খেলেন নি। এর পিছনে সম্ভবত তার প্র্যাকটিস না হওয়ার কারণই আছে।

মূলত প্রস্তুতি ম্যাচের আগে তিন দিন অনুশীলন করেছে ভারত। দেরিতে পৌঁছনোয় সেই তিন দিন অনুশীলন করতে পারেননি তিনি। শুক্রবার আমেরিকায় পৌঁছেছেন বিরাট। সেই কারণে, শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। যদিও দলের সঙ্গে ডাগ আউটে বসেছিলেন তিনি।আর সেই থেকেই সেভাবে প্র্যাকটিস করতে পারছেন না তিনি।

রবিবার বিরাট প্রথম অনুশীলনের সুযোগ পেলেও সে দিনের অনুশীলন বাতিল করা হয়। ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। সেই কারণে রবিবারও অনুশীলন করতে পারেননি কোহলি। সোমবার আরও একটি অনুশীলন হওয়ার কথা এবার সেদিন হয়তো সেখানে কোহলি নিজেকে তৈরি করার সুযোগ পাবেন। কিন্তু সোমবার কখন অনুশীলন হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

[আরো পড়ুন:👉 ভারতীয় কোম্পানি স্পন্সার করবে টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের ক্রিকেট টিমের ড্রেস]

এদিকে বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তাই হয়তো একেবারে প্রথম ম্যাচেই মাঠে নামবে বিরাট। প্রস্তুতি ম্যাচে না খেললেও বিরাটই যে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন তার ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছে ম্যানেজমেন্ট।

প্রসঙ্গত উল্লেখ্য এ বারের আইপিএলে দুর্দান্ত খেলেছেন কোহলি। ১৫টি ইনিংসে ৭৪১ রান করেছেন তিনি। কমলা টুপির মালিক হয়েছেন তিনি। ২০১২ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৭টি ম্যাচ খেলে ১১৪১ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাঁর দখলে। এবার দেখার টি টোয়েন্টি বিশ্বকাপে কেমন খেলেন তিনি। গোটা ভারতবাসী সকলেই তার থেকে একটা দারুন পারফরমেন্স আশা করছেন সে আর বলার অপেক্ষা রাখে না।

[আরো পড়ুন:👉 বিসিসিআই এর নতুন কোচ হওয়ার সুযোগ কার হতে চলেছে ? কাকে ভাবতে চলেছেন আগামী দিনের জাতীয় ক্রিকেট দলের কোচ জয় শাহর বোর্ড ?]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts