A man gently cradles a rare white crow in his hand, showcasing the beauty of this unique bird.

কালো কাক তো সব সময়ই দেখেছেন কখনই সাদা কাক দেখেছেন কি? এবারে দেখা মিলল সাদা কাকের এই হাবড়ার বুকেই। জেনে নিন বিস্তারিত

মরা সাধারনত আকাশে যে কাক গুলিকে উড়তে দেখি বা আমাদের বাড়ির আশেপাশে, গাছে গাছে কা কা করে ডাকতে দেখি সেগুলি মূলত কালো রঙের হয়। কাক মানেই কালো এটাই আমরা এতকাল বেশিরভাগ মানুষই জেনে এসেছি কিন্তু হঠাৎ করেই পশ্চিমবঙ্গের হাবড়া জেলার অন্তর্গত বানিপুর জায়গাটি থেকে একটি সাদা কাক পাওয়া গিয়েছে। সেই নিয়েই গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে হুলুস্থুল কাণ্ড। অনেকেই এসে ভিড় জমাচ্ছে সাদা কাক দেখতে।

সেখানকার এক স্থানীয় ব্যক্তি এই সাদা কাক টি উদ্ধার করেছেন বলে জানা যায়। তিনি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, বাণীপুর মার্কেটের একটা টগর গাছে এই সাদা কাকটি কে বসে থাকতে তিনি দেখেন।

প্রথমবার দেখে মনে হয়েছিল এটি একটা পায়রা হবে, কিন্তু অন্য কালো কাকরা এসে এই কাকটিকে ঠোকর মারতে শুরু করল সে চিৎকার করে কা কা করে ডাকতে থাকে আর সেই থেকেই বোঝা যায় যে এটি কাক তার সাথে এই পাখির ঠোঁট টিও একদম কাকের মতই।

এছাড়াও তিনি ইউটিউব সার্চ করে দেখেন যে এটি পায়রা নয় একটি বিরল প্রজাতির কাক যেটা খুব একটা দেখতে পাওয়া যায়না। আর এটি দেখেই তার মনে হয় এই কাকটিকে বাঁচানো দরকার। আর তাই তিনি এটিকে উদ্ধার করে নিজের কাছে এনে একটি খাঁচায় ভরে রাখেন।

তাঁকে এই কাকটি কি খাচ্ছে না খাচ্ছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, জল মুড়ি যা দেওয়া হচ্ছে সবই একটু করে করে খাচ্ছে। সে নিশ্চিন্তে আছে কিন্তু এই কাকটি তার বাড়িতে আছে বলে অনেক কাক এসে তার বাড়িতে ডাকা ডাকি করছে।

ওই স্থানীয় ব্যক্তি অনুরোধ করেন যে, এই কাকটি কে তো তার বাড়িতে রাখা সম্ভব নয় তাই বন দপ্তর থেকে যদি কোনো অফিসার এসে এটি নিয়ে যান। কারণ পাখিদের এভাবে আটকে রাখার বিরোধী তিনি। তাই তিনি চাইছেন এটা বন দপ্তর থেকে এসে নিয়ে যাক তিনি এই সাদা কাকটি তাদের হাতে তুলে দেবেন।

তবে অনেকেই আবার বলছেন এটি অ্যালবিনো কাক। এটি সেটারই ফেয়ার ভার্সন। সঠিক কি সেটা বন কর্মকর্তারা এলেই হয়তো জানা যাবে।

[আরো পড়ুন:👉 বিশাল পাইথন গিলে ফেললো এক মহিলাকে]

[আকর্ষণীয় ডীল:👇 এত কম দামে!]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts