ইতিমধ্যেই আমরা প্রায় সকলেই জেনে গিয়েছি যে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে। সেখানে একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত। এই নতুন ঘূর্ণবর্তের নাম করা হয়েছে ‘ রেমাল ‘ বলে।
মূলত রবিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের উপকূলের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের বরিশাল ডিভিশনের মধ্যে উপকূলের কোন জায়গায় ‘ল্যান্ডফল’ হবে বলে জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলের বাংলাদেশ উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি হলেও এর প্রভাব কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়েই পড়বে বলেই আন্দাজ করা হচ্ছে।
সবচেয়ে বেশি পড়বে উপকূলবর্তী ও তার কাছাকাছি এলাকায়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বড় ধরনের দুর্যোগ পরিস্থিতি তৈরির আবহাওয়া বিভাগের শীর্ষ কর্তারা এও বলেছেন যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বড় ধরনের দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে, এর কারণে অনেক জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ কোনও কোনও স্থানে ১০০ কিমি ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
আজ শনিবার থেকেই রেমালের তাণ্ডবের জেরে কিছু জেলায় যেমন দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় জোরালো ঝড় ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। ওদিকে আবার আজ শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় ভোটও আছে, তাই সেখানে সবটা সুসম্পন্ন ভাবে ভোট টা হবে কিনা সেই নিয়েও একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।
আগামীকাল রবিবার থেকে ঝড়বৃষ্টির মাত্রা বাড়বে ও আর বেশি সংখ্যক জেলা জুড়ে ঝড়বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া অফিস এও জানাচ্ছে যে রবিবারই শেষ নয় সোমবারও ঘূর্ণিঝড়ের প্রভাব থাকতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, রবি ও সোমবার দুই ২৪ পরগনার জন্য ‘লাল’ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও এই দু’দিন কলকাতার পাশাপাশি ‘কমলা’ সতর্কতা থাকছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও নদীয়া জেলার জন্য।
সোমবার মুর্শিদাবাদ জেলার জন্যও ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ ঝড়বৃষ্টির সতর্কতা রবি ও সোমবার বাকি সব জেলাতেই থাকছে।
[আরো পড়ুন:👉 টাকা কিভাবে ছাপা হয় টাকা ? ছাপাতেই বা কত টাকা খরচ হয় ?]
তাই যতটা পারবেন নিরাপদ আশ্রয়ে থাকার চেষ্টা করবেন এই দুটো দিন।
এছাড়াও,মৎস্য জীবীদের জন্য সমুদ্রে যেতে কঠোরভাবে মানা করে হয়েছে।
To get letest official IMD bullletin click👉 https://mausam.imd.gov.in/imd_latest/contents/all_india_forcast_bulletin.php
[আরো পড়ুন:👉 আকাশের বুকে তীর গতিতে ছুটে চলল নীল আলোর গোলা দেখে বিস্মিত নগরবাসী]