Happy days are over! Intense heat is coming again! What does the weather say?

সুখের দিন শেষ ! আবার আসতে চলেছে তীব্র গরম ! কি বলছেন আবহাওয়াবিদরা?

বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের মানুষেরা ভুলেই গিয়েছে যে এখন ভরা গ্রীষ্ম, তার কারণ বিগত কিছুদিন ধরেই ঠান্ডা আবহাওয়া সাথে ছিটেফোঁটা কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি যা অসময়ে সুখের আমেজ বয়ে এনেছে বঙ্গবাসীর জীবনে। কিন্তু মনে হচ্ছে এই সুখ আর বেশিদিন নয় আবারো ফিরে আসতে চলেছে গরমের দাবদাহ। ফিরে আসতে চলেছে আবারো সেই ৪৩ ডিগ্রির পরশ।

 

 আসলে এপ্রিলের শুরু থেকেই দক্ষিণবঙ্গে প্রতিদিন গরম তীব্র থেকে তীব্রতর পথে চলছিল। আবহাওয়াবিদরাও জানিয়েছিলেন এই গরম অন্যান্য বছরের তুলনায় বেশ কিছুটা তীব্র। কিন্তু হঠাৎ এই আইপিএলের মরশুমে আবহাওয়াও কিছুটা ব্যতিক্রম স্পেল দেখিয়ে দিল। উষ্ণতার পারদ এক ধাক্কায় ১২ থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে।

 তবে এই বৃষ্টির রেশ আগামী সোমবার পর্যন্তই থাকবে বলে আশা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা তারপর আর বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে গরম বাড়বে। শুক্রবারই রোদ যখন উঠেছে তখন কিন্তু গরম ভাব টের পেয়েছেন মানুষজন।

সোমবার আসতে অবশ্য কিছুটা দেরি আছে। তার আগে ঝড়বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। দক্ষিণের সব জেলাতেই ঝড় ও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গ বলেই নয়, উত্তরবঙ্গেও সোমবার পর্যন্তই ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে। তারপর সেখানেও আর বৃষ্টি নেই। এমনকি উত্তরের পাহাড়ি এলাকাতেও নয়। ফলে আগামী সপ্তাহে ফের পারদ উত্থান নজর কাড়তে পারে। সহ্য করতে হতে পারে চড়া গরম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts