Howrah Ganges Crocodile Sighting-AI generated-khobortobor

গঙ্গায় কুমির আতঙ্ক। মানুষজনের গঙ্গায় নামা দুষ্কর হয়ে উঠেছে। কোথায় দেখা গেছে কুমির ?আপনার এলাকায় নয় তো?দেখে নিন এক নজরে।

হিন্দুরা যেকোনো আচার অনুষ্ঠান হলেই শুদ্ধ বলতে আগেই তড়িঘড়ি করে গঙ্গায় ডুব দিতে ছোটেন। স্নান থেকে পুজো পাট সব কিছুতেই মা গঙ্গায় ডুব দিয়ে পবিত্র হন। কিন্তু এই কাজেও সম্প্রতি বাধা পড়ছে। বিশেষ করে যারা হাওড়া বাসী তাদের জন্য।

কারণ, সম্প্রতি এইদিকের গঙ্গায় কুমির দেখা গিয়েছে বলে জানা গেছে। কয়েকদিন ধরেই কুমির দেখা যাচ্ছে বলে এদিক ওদিকে নানা খবরই চাউর হচ্ছিল তবে সেটা স্থানীয়দের চোখের ভুল বলেই মনে করা হচ্ছিল। কিন্তু বুধবার সকালে সাঁকরাইলের পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপাড়া মাঝের পাড়া এলাকায় গঙ্গায় ভাসতে দেখা যায় কুমির।

বুধবার একটি কুমিরকে দেখা যায় গঙ্গায় বলে দাবি এলাকাবাসীর। খুব স্বাভাবিক ভাবেই গোটা এলাকা জুড়ে আতঙ্কিত মানুষজন। কারণ যে ঘাটে এই কুমির দেখা গিয়েছে সেখানে এলাকার বাসিন্দারা গঙ্গায় স্নান সহ পুজোর কাজ করে থাকেন। এছাড়া নৌকা নিয়েও যাতায়াত করেন অনেকে। তাই গঙ্গাতে সাহস করে কেউ নামছেন না এখন।

প্রশাসন থেকেও ঘাটে নামতে নিষেধ করেছেন। এ প্রসঙ্গে পাঁচপাড়া পঞ্চায়েত সদস্য অমিতাংশু পড়েল বলেন, “প্রশাসনের পক্ষ থেকে ঘাটে না নামার জন্য মাইক প্রচার করা হয়েছে। পাঁচপাড়া পঞ্চায়েতের তরফ থেকে এনসি পাল ঘাট,পদরা ঘাট,রাধা গোবিন্দ ঘাট,রাজগঞ্জ জেটি ঘাট সহ আরও বেশ কয়েকটি ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।”

অপরদিকে,মিঠুন দাস, রাধাদাসী সহ এলাকার বাসিন্দা জানান, “সকালে দেখা গিয়েছে কুমিরকে। এটা শুনে গঙ্গাতে এখন নামতে ভয় লাগছে।” তবে হঠাৎ করে গঙ্গায় কুমির এলো কি করে সেইটাই প্রশ্ন থেকে যাচ্ছে।

[আরো পড়ুন:👉 অনেকেই বলেন বেশি আম না খাওয়াই ভালো কারণ আম থেকেই আমাশা হতে পারে। কিন্তু ডাক্তাররা বলছেন অন্য কথা। কি বলছেন চিকিৎসকরা আসুন জেনে নিই।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts